মন ডুবেছে কামের পাকে
মন ডুবেছে কামের পাকে
মন ডুবেছে কামের পাকে চার বছরেও ভোগ্য হয় তবুও মোরা শ্রেষ্ঠ প্রাণী ভাবতে বড়ই লজ্জা হয়...
জলে ভরা আমার দু চোখ
জলে ভরা আমার দু চোখ
জলে ভরা আমার দু চোখ স্তব্ধ চেনা দুই পলক, তোমারে আজও খুঁজে বেড়াই দেখা পেতে এক ঝলক।
সময়ের সাথে চলেছি আমি
সময়ের সাথে চলেছি আমি
সময়ের সাথে চলেছি আমি , দেখেছি আমি নতুন পৃথিবী; সাজানো দেওয়ালে ফাঁকা ফ্রেম, নেই প্রেম, নেই তার ছবি।
স্বার্থের পৃথিবী
স্বার্থের পৃথিবী
মনে হয় আমি জন্মেছি কেনো স্বার্থের পৃথিবীতে ; ভালো হতো মা গো, যদি আমায় জন্ম না দিতে।
জীবনে লেগেছে গ্রহন
জীবনে লেগেছে গ্রহন
স্বপ্ন দেখেছি অনেক কিছুই হবেনা আর যা পুরণ, আসবেনা হয়তো সেই দিন জীবনে লেগেছে গ্রহন ।
অভিমানে পুড়ে স্তম্ভিত
অভিমানে পুড়ে স্তম্ভিত
অভিমানে পুড়ে স্তম্ভিত আজ ইচ্ছে নেই আর বন্ধু হবার, এই দুনিয়ায় দেখেছি আমি- একই রুপ বোধহয় সবার।
Subscribe to:
Comments (Atom)







